"বাসন্তী, ইন কুত্তোকে সামনে মাত নাচনা" ছবির শ্যুটিং স্পট


জায়গাটা শুধুমাত্র আমাদের ট্যুরিস্টদের মধ্যে নয়, খোদ বাঙ্গালোরের মানুষদের কাছেই তেমন পরিচিত নয়। এটি বিখ্যাত হয়ে আছে শোলে মুভির জন্য। "বাসন্তী, ইন কুত্তোকে সামনে মাত নাচনা" শ্যুটিং এখানেই হয়েছিল।
Ramdevara Betta Vulture Sanctuary
Ramdevara Betta Vulture Sanctuary
বাঙ্গালোরে যাবার পর আমার বন্ধু থেকে শুরু করে অনেককেই জিজ্ঞেস করি এই জায়গাটার ব্যাপারে, কেউই তেমন সদুত্তর দিতে পারেনি। পরে কয়েকজন ট্যুর অপারেটরকে জিজ্ঞেস করি, এদের মধ্যে ২ জন চিনে কিন্তু তারা চেয়েছিল ৫০০০/- আসা যাওয়া সহ। পরে দিন হিসেবে গাড়ী ভাড়া নিয়ে নিজেরা গুগল ম্যাপ দেখে চলে গিয়েছিলাম। গাড়ী ভাড়া পড়েছিল ১৮০০/- ফুল ডে।
Ramdevara Betta Vulture Sanctuary
Ramdevara Betta Vulture Sanctuary
বাঙ্গালোর থেকে ওখানে যাবার হাইওয়েটা খুবই সুন্দর। গাড়ীতে ১২০ এ তোলার পরেও কিছুই মনে হয় না। এটা বাঙ্গালোর-মাইসোর হাইওয়ে।
নিচে গাড়ী পার্কিং এ রেখে প্রায় ৪০০ সিঁড়ি বেঁয়ে উঠতে হয়। প্রথম যেখানে উঠতে হয় সেখানে একটা মন্দির আছে। ওখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়, অসাধারণ একটা ভিউ।
Ramdevara Betta Vulture Sanctuary
Ramdevara Betta Vulture Sanctuary
 সেখান থেকেই অনেকে ফিরে আসে। এমনিতেই লোক তেমন যায় না ওখানে, পাশাপাশি ওখান থেকে যে আরো উপড়ে ওঠা যায়, জানে না। আমরাও জানতাম না।

Ramdevara Betta Vulture Sanctuary
Ramdevara Betta Vulture Sanctuary

আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, উপড়ে যাবার রাস্তা পেলাম। এটা একটু মাটির। সেই রাস্তা ধরে একদম শেষ মাথায় আর একটা পাথরের পাহাড়। পাথরের উপর ছোট ছোট করে সিঁড়ি কাটা আছে। আমরা যখন ওখানে পৌছাই, তখন বৃষ্টি চলে আসায় উঠতে পারিনি, আক্ষেপ রয়ে গেল।
Ramdevara Betta Vulture Sanctuary
Ramdevara Betta Vulture Sanctuary
ভালমতো ঘুরতে হলে বাঙ্গালোর থেকে পুরো ১দিন সময় হাতে নিয়ে বের হওয়া ভাল। ওখান থেকে ফেরার পথে সিল্ক শাড়ীর কয়েকটা মার্কেট আছে। যে কাউকে বললে দেখিয়ে দিবে। সিল্ক শাড়ির জন্য মাইসোর বিখ্যাত। মাইসোরের শাড়িই ওখানে অনেক কম দামে পাবেন। সাথে দু-আড়াইশ টাকায় সাউথ ইন্ডিয়ান লুঙ্গি
ওহ, জায়গাটার নামই বলা হয়নি!
এলাকার নামঃ রামনগর/রামনগরা
যেখানে যাবেনঃ Ramanagara Ramdevara Betta Vulture Sanctuary

কিভাবে যাবেনঃ
ঢাকা-কলকাতা-বাঙ্গালোরঃ ফ্লাইট বা ট্রেন
বাঙ্গালোর-রামনগরঃ গাড়ী ভাড়া করে গেলে রিল্যাক্স। না হলে লোকাল বাসেও যাওয়া যায় শুনেছি।

প্রকৃতি আমাদের প্রাণ। প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব। প্রকৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা দয়া করে এমন কিছু করব না যাতে প্রকৃতি বিপন্ন হয়ে যায়। নিজেরা পরিষ্কার থাকব, প্রকৃতি পরিষ্কার রাখব।
Oldest

Popular Posts