স্বপ্নদ্বীপ সেন্টমার্টিন এ ২য় বার

দুঃখ টা কে দিলাম ছুটি আসবে না ফিরে । এই বিখ্যাত গানটির সাথে তাল মেলাতে চলে গিয়েছিলাম স্বপ্নদ্বীপ সেন্টমার্টিন এ ২য় বার এর মত ২০ তারিখ রাতে যাওয়ার প্লেন ছিলো ২১ তারিখ সরকারী ছুটি থাকাতে দীপের উপর প্রচুর প্রেসার ছিলো আমি ২৫ দিন আগে টিকিট কেটেছি তাও টিকিট পেতে প্রচুর হিমসিম খেতে হয়েছে বাসের টিকিট টা পেলেও শিপের কোন টিকিট পাই নি তাই ১৯ জন মিলে ট্রলারে গিয়েছি শিপ আর ট্রলারের ভাড়া কাছাকাছিই আমাদের যেতে আসতে ৫২০ টাকা খরচ হয়েছে জ্যোৎস্না থাকাতে জোয়ারভাটার সময়ে একটু গরমিল ছিলো যাওয়ার দিন সমস্যা না হলেও আসার দিন জোয়ার সময় মত না হওয়ায় ট্রলার প্রায় ১ ঘন্টা আটকে ছিলো এছাড়া আর কোন সমস্যা হয় নি 
স্বপ্নদ্বীপ সেন্টমার্টিন
স্বপ্নদ্বীপ সেন্টমার্টিন

আমরা ১৯ জন ঢাকা থেকে টেকনাফ হয়ে সেন্টমার্টিন গিয়েছি পার পার্সন খরচ পরেছে ৪৮০০ করে ২০ তারিখ ঢাকা থেকে রৌনা হয়েছিলাম ২৪ তারিখ সকালে আবার ঢাকায় ব্যাক করেছি সেন্টমার্টিন এর সৌন্দর্য্য নিয়ে আলাদা করে বলার কিছুই নেই প্রতিটি জায়গাই সুন্দর সাতের দশকের দিকে দীপটিকে আরবীও নাবিকেরা রা যাযিরা বলে ডাকতো যাযিরা মানে বিশ্রামের জায়গা সেটাই কালের পরিবর্তনে মানুষের মুখে মুখে হয়ে উঠেছে জিনঞ্জিরা তার সাথে যোগ হয়েছে নারিকেল তাই দীপটির নাম নারিকেলজিনঞ্জিরা
স্বপ্নদ্বীপ সেন্টমার্টিন
স্বপ্নদ্বীপ সেন্টমার্টিন

দীপটির সবচেয়ে সুন্দর জায়গা হলো ছেড়াদীপ হেটে গেলে সময় লাগবে ২ ঘন্টার মত চাইলে ট্রলার এ ও যেতে পারবেন আমরা সবাই মিলে হেটে গিয়েছিলাম খাবার বেলা প্রতি প্যাকেজ ১৩০ থেকে ১৭০ মাছ ভেদে দাম বারতে কমতে পারে প্যাকেজে থাকবে ভাত ডাল সবজী ভর্তা আর পছন্দের যে কোন একটি মাছ সকালে চাইলে খিচুরি ডিম খেতে পারবেন প্লেট প্রতি ৬০ থেকে ৮০ পরতে পারে চাইলে বারবিকিউ করতে পারবেন । 
স্বপ্নদ্বীপ সেন্টমার্টিন

সেন্টমার্টিন ভ্রমণ নিয়ে কিছু কথা-
সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে ২০১৯ এর মার্চ এর পর থেকে সেন্টমার্টিন ভ্রমণ নিয়ন্ত্রণ করবে, রাত্রিযাপন নিষিদ্ধ করবে৷ এই ঘোষণার পর থেকে সেন্টমার্টিন যাওয়ার হিড়িক পড়ছে সারা বাংলাদেশ থেকে৷ আগে শুধু ছুটির দিনগুলোতে ভীড় হত, কিন্তু এখন সারা সপ্তাহেই ভীড় লেগে আছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে৷ 
শিপ টিকেট, রুম বুকিং সব দিকেই ঘাটতি। 

এই সীজনে ২৬ অক্টোবর কেয়ারি ক্রুজ এন্ড ডাইন এবং বে ক্রুজ দিয়ে জাহাজ চলাচল শুরু হয়।
বর্তমানে মাত্র ৪ টি জাহাজ চলাচল করছে। তার মধ্যে নন এসি ৫৫০/ টাকার টিকেট মাত্র ১৬০টি। এইজন্য আগেরবারের চেয়ে ব্যয়বহুল হচ্ছে নারিকেল জিঞ্জিরা ভ্রমণ।

বিভিন্ন জাহাজের নাম ও ভাড়া
  • কেয়ারি সিন্দাবাদ
            - মেইন ডেক ৫৫০/
            - ওপেন ডেক ৭০০/
            - ব্রীজ ডেক ৮০০/

  • কেয়ারি ক্রুজ এন্ড ডাইন
             - কোরাল লাউঞ্জ -১০০০/
             - স্পেশাল লাউঞ্জ-১০০০/
             - পার্ল লাউঞ্জ- ১৪০০/

  • এম ভি গ্রীনলাইন ওয়াটারবাস ১৫০০/
  • বে ক্রুজ ১৩০০/, ১৫০০/

বেস্ট হোটেলের নাম
- ব্লু মেরিন
- ড্রিম নাইট রিসোর্ট
- পান্না রিসোর্ট
- সীমানা পেরিয়ে
- নীল দিগন্ত
- মারমেইড
- ব্লু ল্যাগুন
- সায়রী ইকো রিসোর্ট
- ময়নামতি রিসোর্ট
- সমুদ্র কানন
- সী ফাইন্ড
- ব্লু সী ইস্টার্ন 
- সী ইন
- সী ভিউ রিসোর্ট
সমুদ্র বিলাস
সমুদ্র বিলাস
সবার সুবিধের জন্য বলব আগে থেকে শিপ টিকেট ও রুম বুকিং করে গেলে পরে বিপদে পরবেন না
ভালো কথা পরিবেশের হ্মতি করা থেকে বিরত থাকবেন
Previous
Next Post »

Popular Posts